আওয়ার ইসলাম ডেস্ক: খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ ওই নবজাতককে উদ্ধার করে।
এ ঘটনায় খাগড়াছড়িতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নবজাতকের মা কে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনো নবজাতকের মায়ের কোনো সন্ধান মেলেনি।
খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল।
ছাত্রীদের কমন রুমের টয়লেটে নবজাতকের কান্না শুনে শিক্ষার্থীরা খবর দিলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নবজাতকটি সমাজসেবার অধীনে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে।
এনটি