বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সদ্যবিদায়ী শীর্ষ তিন আলেমের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: সদ্যবিদায়ী শীর্ষ ৩ আলেম, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ এবং মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহিমাহুল্লাহ'দের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন খিলগাঁও মাখযানুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা রাশেদ বিন নূর।

May be an image of book and text that says 'সদ্যবিদায়ী দেওবন্দের উলুম দেওবন্দ আমাদের চেতনার বাতিঘর। ধুলিকণার অঞ্চলের মুসলমানদের তাঁরাই ঈমানের আকাবির ঐতিহ্যের স্মৃতির স্মৃতির দর্পনে দর্পনে সচ পাচমনমি পাচমনাম হযরত মাওলানা মুফতি সাঈদ আহমাদ পালনপুরি হযরত মুহাম্মদ উসমান হাবিবুর রহমান আজমি আমিনি সাম্ডলি ভলা ይር আবুল কাসিম নোমানি মনীষীর হযরত পাঁচজন আবদুল মনীষী'। মুফতি স্মৃতিচারণ করেছেন হাবিবুর আমিনি আজমি মাওলানা সংক্ষিপ্ত মুহাদ্দিস পরপর যাওয়া বিশিষ্ট মনীষীর রাহবার তাদের মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি দা.বা. মুহতামিম, দারুল দেওবন্দ, ইউ.পি.ভারত অনুবাদ সংযোজন মুফতি নাজমুল ইসল্াম কাসিমী পারে সম্পদ মনীষীদের অনুবাদ সংযোজন কাসিমী করেছেন বাবর মূল্যবান বইটি পাঠকের দিতে দারুল উলুম লাইব্রেরী সত্যিই গর্বিত -দারুল ชีรட વાણજેબ মબাধ ভনেন্া লাইব্রেরী'

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও তাহফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর আয়োজনে আগমী ১ অক্টোবর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাব চত্বরে এ দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমীরে হেফাজত, শাইখুল হাদীস আল্লামা মুহিব্দুল্লাহ বাবুনগরী। প্রধান আলােচক হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শীর্ষ ওলামা-মাশায়েখগণ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ