বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই

‘বেপরোয়া গতির কারণে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানো, ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহনের কারণে মহাসড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। এর জন্য সবচেয়ে বেশি দায়ী বেপরোয়া গতির যান চলাচল।

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি দুর্ঘটনার পর অভিযান শুরু করেছে বিআরটিএ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত বসিয়েছে সংস্থাটি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) মদনপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় সংস্থাটির কার্যক্রম ছিল চোখে পড়ার মতো।

গত ১৫ আগস্ট রাতে এশিয়ান হাইওয়ের গোলাকান্দাইলে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হন। পরদিন সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় তিনজন নিহত এবং আহত হন ১২ জন।

বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে দায়ী করেন প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া মহাসড়কে নিষিদ্ধ ও ছোট যানবাহনের চলাচলও দায়ী কম নয়।

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ২০ টি মামলা ও নগদ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমাদের মোবাইল কোর্ট চলমান থাকবে। অতি গতি, হাইড্রোলিক হর্ন থ্রি হুইলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন অভিযানকারীরা। হাইওয়ে পুলিশের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম চলবে বলেও জানায় বিআরটিএ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ