আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।
আজ শনিবার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। তার ইন্তেকালে দেশবাসী একজন বরেণ্য রাজনীতিবিদকে হারালো। শোকবার্তায় নেতৃদ্বয় মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
-এটি