আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১ এর চতুর্থ এডিশন প্রকাশ করা হয়েছে গতকাল মঙ্গলবার।
এতে দেখা যায়, বাংলাদেশি পাসপোর্ট বিশ্বের নবম দুর্বলতম পাসপোর্ট। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ৪০টিতে যেতে পারে।
জানা যায়, সূচকে স্থান পাওয়া ১১৬টি স্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০৮ নম্বরে। এই তালিকায় আরও রয়েছে কসোভো ও লিবিয়া। কোন দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া বিশ্বের কতটি দেশ ভ্রমণ করা যায়, মূলত তার ওপর ভিত্তি করে প্রকাশিত হয় হেনলি পাসপোর্ট ইনডেক্স।
হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বিশ্বের ৪০টি গন্তব্যে যেতে পারে। এর মধ্যে ১৫টিই আফ্রিকার দেশ। এ ছাড়া ৯টি ক্যারিবীয় দেশ, ৫টি ওশেনিয়ার— অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যতীত— ৬টি এশিয়ায় এবং ১টি দক্ষিণ আমেরিকার দেশ। কোনো ইউরোপীয় দেশে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসামুক্তভাবে যাওয়া সম্ভব নয়।
তালিকার শীর্ষে রয়েছে জাপান ও সিঙ্গাপুর। এই দুই দেশের পাসপোর্টধারীরা ভিসামুক্তভাবে বিশ্বের ১৯২টি গন্তব্যে পৌঁছাতে পারে। এ ছাড়া তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট। দেশ দুটির নাগরিকরা ভ্রমণ করতে পারে ১৯০টি দেশ।
হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুসারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট, ৬৬তম। দেশটির নাগরিকরা ৮৭টি দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পায়। এরপর রয়েছে ভারত ৯০তম, ভুটান ৯৬তম এবং শ্রীলঙ্কা ১০৭তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। এর পরে রয়েছে নেপাল ১১০তম এবং পাকিস্তান ১১৩তম।
অন্যদিকে, দক্ষিণ এশিয়ার পাশাপাশি বিশ্ব সূচকের তলানিতে রয়েছে আফগানিস্তানের পাসপোর্ট। দেশটির নাগরিকরা ভিসা ছাড়া বিশ্বের মাত্র ২৬টি গন্তব্যে যাতায়াত করতে পারে।
উল্লেখ্য, বিশ্বের ১৯৯টি দেশ হেনলি পাসপোর্ট ইনডেক্সে স্থান পেয়েছে। এর আগে সবশেষ গত জুলাই মাসে সূচকের তৃতীয় এডিশন প্রকাশ করে সংস্থাটি। এতে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল ১০৬তম। এ ছাড়া তার আগে এপ্রিল মাসে প্রকাশিত দ্বিতীয় এডিশনে ১০০তম এবং তারও আগে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রকাশিত প্রথম এডিশনে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।
-এটি