বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


এসআই পদে লোক নেবে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ সদরদপ্তর। তবে কতজনকে এসআই পদে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারী আর্থিক লেনদেনে জড়িত হলে তাকে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে বলে হুঁশিয়ার করেছে পুলিশ সদরদপ্তর।

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস ও কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা ক্যাডেট এসআই পদে নিয়োগের আবেদন করতে পারবেন।

১৯ থেকে ২৭ বছর বয়সী বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত প্রার্থীরা ৪ নভেম্বর ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে (police.teletalk.com.bd) লগ ইন করে আবেদনের সবগুলো ধাপ সম্পন্ন করতে হবে।

পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।

ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনের ধাপ পেরিয়ে যোগ্য প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ