বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬


শতবর্ষী গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসার কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে পীরে কামেল হজরত মাওলানা মাহতাব উদ্দিন খান রহ. প্রতিষ্ঠিত ১০৬ বছরের ঐতিহ্যবাহী গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদরাসার নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) মাদরাসার অফিসকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সভাপতি মাওলানা আব্দুল গাফফার খান।

সভায় মাদ্রাসা পরিচালনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। এতে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাতার নাতি মাওলানা আব্দুল গাফফার খানকে সভাপতি এবং মাওলানা নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। অর্থ সচিব করা হয়েছে সৈয়দ গোলাম কবিরকে।

সভায় ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি করা হয়। এছাড়া উলামায়ে কেরামদের নিয়ে ২১ সদস্যের একটি মজলিসে শূরা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা উবাইদুর রহমান মাহবুব। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার লিটন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন মাহমুদিয়া মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা আহমদ আলী, মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুস সত্তার শাহ প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ