বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


কোরআন অবমাননার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাঁওগাঁও ইউনিয়নের শুকপাটুলী গ্রামে কোরআনের ওপর পা রেখে দৃষ্টতা প্রদর্শন করেছেন আকবর আলী নামের একলোক। তার এমন কাজে ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধতা বিরাজ করছে।

জানা যায়, তার এ কর্মকাণ্ডে শালিস বসায় এলাকাবাসী। শালিসে ক্ষুব্ধ গ্রামবাসী তাকে জুতার মালা পরিয়ে চার মাসের জন্য গ্রাম ছাড়া করেন।

এলাকাবাসী জানায়, সোমবার (১১ অক্টোবর) সকালে ছোট মেয়ে রহিমার জামাই মনজুরুল ১০ থেকে ১২ জন লোক নিয়ে তাদের বাড়িতে আসে। বড় মেয়ে আয়েশার সঙ্গে ছোট মেয়ে রহিমার পাওনা ৩০ হাজার টাকা নিয়ে ঝগড়া চলে আসছে। ছোট মেয়ের জামাই ও তার সাথে আসা লোকজন আমার স্বামী আকবর আলীকে কোরআন ছুয়ে কথা বলার জন্য বললে তিনি কোরআনের উপর এক পা রেখে শপথ করেন।

এদিকে মঙ্গলবার (১২ অক্টোবর) বিষয়টি জানাজানি হলে সকাল ১১ টার দিকে শুকপাটুলী বাজারে তিন থেকে চার শতাদিক মানুষের উপস্থিতে গ্রাম শালিস অনুষ্ঠিত হয়।

-কেএল


সম্পর্কিত খবর