বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

পিরোজপুরে মাদক আইসসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভয়ঙ্কর মাদক আইস ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও এক গ্রাম আইস মাদক উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর জগন্নাথকাঠি মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দুজনকে আটক করে থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে তাদের সঙ্গে থাকা ২০০ পিস ইয়াবা ও ১ গ্রাম আইস উদ্ধার করা হয়।

আটক সুব্রত পিরোজপুরের কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে এবং বাবুল একই উপজেলার নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইয়াবা ও আইসসহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ