মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


কাবুলে ‘ভুলবশত’ ড্রোন হামলা করায় ক্ষতিপূরণের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের কয়েকদিন আগে কাবুলে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। আইএস জঙ্গি মনে করে ওই হামলা চালানো হলেও সেটা আসলে ভুল ছিল। হামলায় শিশুসহ ১০ জন বেসামরিক নাগরিক নির্মমভাবে নিহত হয়েছেন। ভুল স্বীকার করে নিয়ে এবার নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবার পেন্টাগন থেকে এক বিবৃতিতে এই প্রস্তাব করা হয়েছে। তবে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই পরিবারের মধ্যে যারা আফগানিস্তান ত্যাগ করতে চায়, তাদের ক্ষেত্রেও সহযোগিতা করার জন্য প্রস্তুত বাইডেন প্রশাসন।

গত ২৯ আগস্ট ঘটে ওই ড্রোন হামলার ঘটনা। পরবর্তীতে ইউএস সেন্ট্রাল কমান্ডের তদন্তে উঠে এসেছে, হামলায় মার্কিন বাহিনীর একজন সাহায্য কর্মী ও সাত শিশুসহ একই পরিবারের নয়জন সদস্য মারা গেছেন। যাদের মধ্যে সবচেয়ে ছোট্ট শিশু সুমাইয়ার বয়স ছিল মাত্র দুই বছর।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেন, মার্কিন গোয়েন্দারা আট ঘণ্টা ধরে ওই সাহায্যকর্মীর গাড়িকে ট্র্যাক করেছিল। তাদের ধারণা ছিল, ওই ব্যক্তি আইএসের স্থানীয় শাখা আইএস-কে জঙ্গিদের সাথে যুক্ত। কিন্তু আসলে তিনি ছিলেন সাধারণ নাগরিক। ম্যাকেঞ্জি ওই হামলাকে ‘মর্মান্তিক ভুল’ হিসেবে বর্ণনা করেন।

ওই ড্রোন হামলায় নিহতদের একজন, আহমদ নাসের, মার্কিন বাহিনীর অনুবাদক ছিলেন। নিহত অন্যরাও ইতোপূর্বে আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর