মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও ভয়ংকর ধরন শনাক্ত ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অতিসংক্রামক আরো একটি নতুন ধরন শনাক্ত হয়েছে ভারতে। নতুন এই ভ্যারিয়েন্টের নাম এওয়াই ৪ পয়েন্ট ২।

ভারতের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এনডিসি জানায়, এরই মধ্যে মধ্য প্রদেশের নতুন ভ্যারিয়েন্ট সংক্রমিত সাত জনকে শনাক্ত করা হয়েছে। বেশ কয়েকজনের স্যাম্পলের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৬ অক্টোবর।

এছাড়া মহারাষ্ট্রের এক শতাংশ নমুনাতে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তারা জানান, নতুন এই ধরনটি নিয়ে গবেষণা চলছে।

এদিকে, করোনার উৎপত্তিস্থল চীনেও আবার ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর প্রভাবে ফের ভয়াবহ কোভিড পরিস্থিতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নতুন করে ১১টি প্রদেশে ছড়িয়ে পড়েছে কোভিড। এর কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বেইজিং ম্যারাথন। যদিও দেশটির ৭৫ শতাংশ মানুষ করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন।

করোনার একের পর এক ভ্যারিয়েন্টে কুপোকাত পুরো বিশ্ব। সর্বশেষ ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা কাঁদিয়েছে সবাইকে। এবার আরো উদ্বেগের খবর দিলো ভারত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ