বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

চির নিদ্রায় শায়িত বাবুনগর মাদ্রাসার শিক্ষক: জানাযায় মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান: জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাস্টার তৌহিদুল আলম।

শনিবার (৩০অক্টোবর) বিকেল ৩ টায় শাহনগর আদালত খাঁর মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার ইমামতি করেন বাবুনগর মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ বাবুনগরী ।

জানাযায় নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমী, বাবুনগর মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মাহমুদুল হাসান, সিনিয়র মাওলানা মুফতি মীর হোসাইন, মুফতি রহিমুল্লাহ শাহনগরী, মাওলানা হাজী ইউসুফ , শাহনগর তাজবীদুল ইসলাম মাদ্রাসা পরিচালন মাওলানা ওসমান, লেলাং ইউনিয়নের চেয়ারম্যান শাহীন হোসাইন চৌধুরী,তার দীর্ঘদিনের সহকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ, শিক্ষার্থী সহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

No description available.

উল্লেখ্য, ফটিকছড়ির লেলাং শাহনগর গ্রামের বীর আফজলের বাড়ির কৃতি সন্তান মাস্টার তৌহিদুল আলম। দীর্ঘ ৩৩ বছর উপমহাদেশের প্রখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান বাবুনগর মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। শনিবার ভোর ৬ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ