বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে আসন্ন ইউপি নির্বাচনে পলাতক আসামি এক মেম্বার প্রার্থীকে বিজয়ী করতে নাশকতামূলক কর্মকাণ্ডের গোপন পরিকল্পনাকালে তিন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১ নভেম্বর) ভোরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুরের আবু ইউসুফের ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় উক্ত মেম্বার প্রার্থী ও পলাতক আসামি মুরাদ। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়েছে।

গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলেন সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর দেলিপাড়া এলাকার শামছুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩৭), একই এলাকার মৃত শেখ আহমদের ছেলে দিদারুল আলম প্রকাশ দিদার (৩২) ও মৃত নুরুল আলমের ছেলে আবু ইউসুফ প্রকাশ সবুজ (৪৬)।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন পরিষদের দেলিপাড়া ওয়ার্ডের মেম্বার প্রার্থী সীতাকুণ্ড থানার মামলার পলাতক আসামি মুরাদকে জয়ী করতে তার এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের গোপন পরিকল্পনায় বসেছিল মুরাদ ও তার সঙ্গী সাইফুল, দিদার ও সবুজ।

সোমবার ভোরে তারা পশ্চিম মুরাদপুর এলাকার বদু ডাক্তার বাড়ির আবু ইউসুফের ঘরে বসে এই পরিকল্পনাকালে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৭ চট্টগ্রামের ডিএডি মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন।

এ সময় মেম্বার প্রার্থী মুরাদ পালিয়ে গেলেও উপরোক্ত তিন আসামি ঘরের দরজা বন্ধ করে বসেছিল। র‌্যাব দরজা ভেঙে সেখানে প্রবেশ করে দেশীয় ৬টি ধারাল ছোরাসহ তাদেরকে গ্রেফতার করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে তাদের বন্ধু পলাতক আসামি মুরাদকে নাশকতার মাধ্যমে বিজয়ী করার পরিকল্পনায় তারা বৈঠক করছিল। শেষে তাদেরকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানায় সোপর্দ করে এ বিষয়ে মামলা দায়ের করেন ডিএডি মনিরুজ্জামান।

তিনি আরও জানান, উপরোক্ত আসামিরা সবাই সীতাকুণ্ড থানায় বহু অপরাধের সঙ্গে জড়িত সন্ত্রাসী। এদের প্রত্যেকের বিরুদ্ধেই নানান অপরাধের মামলা আছে। সাইফুল ও দিদার একটি হত্যা মামলারও পলাতক আসামি।

সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, র‌্যাব কর্তৃক গ্রেফতারকৃত আসামিরা সবাই সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় মামলা আছে। সাইফুল ও দিদার হত্যা মামলার আসামি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ