বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


জলবায়ু সম্মেলনে কথার ফুলঝুরি নয়, চাই বাস্তবায়ন: গ্রেটা থানবার্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: 'কপ টুয়েন্টি সিক্স' এর দ্বিতীয় দিনেও গ্লাসগোজুড়ে পরিবেশবাদীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সোমবারও সম্মেলনস্থলের বাইরে অনুষ্ঠিত ওই বিক্ষোভে যোগ দেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। এছাড়াও এতে অংশ নেন হাজারো শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা। আন্দোলন অব্যাহত রয়েছে স্কটল্যান্ডের অন্যান্য শহরেও।

পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ বলেন, আর কোনো কথার ফুলঝড়ি শুনতে চাই না আমরা। আর কোনো ব্যাখ্যা নয়, প্রতিশ্রুতি নয়। এবার বাস্তবায়ন দেখতে চাই। আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি। এভাবে পৃথিবী চলতে পারে না।

এদিকে, সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ুর পরিবর্তনবিরোধী আন্দোলনে যোগ দেন ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের হাজারো কর্মী। এসময়, বিশ্ব নেতাদের মুখোশ পড়ে তাদের মিথ্যা প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন তারা। একইসঙ্গে, জলবায়ুর পরিবর্তন ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয়।

এসময় বক্তারা বলেন, বিশ্ব নেতারা ভবিষ্যত সংকট মোকাবেলায় কাজতো করছেই না বরং পৃথিবীকে দিনে দিনে বিষাক্ত গ্যাস ভর্তি বেলুনে পরিণত করছে। ধনী দেশগুলোকে যে কোনো মূল্যে দ্রুত কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে।

এছাড়াও, জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে আন্দোলন অব্যাহত ছিল স্কটল্যান্ডের অন্যান্য শহরেও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ