বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

বরিশাল মহানগরের দুই থানার ওসি রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করার আদেশ জারি করা হয়েছে।

আদেশে কাউনিয়া থানার ওসি মোহাম্মদ আজিমুল করিমকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড ডাটা শাখার ইনচার্জ এইচ এম আব্দুর রহমান মুকুলকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ওসি রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১ নভেম্বর) মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশ দেয়া হয়। আদেশে বলা হয়েছে, বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য বলা হয়েছে।

তবে বদলিকৃত ইউনিট কোনো নির্বাচনের আওতাভুক্ত হলে এ বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনী বিধিমালা অনুযায়ী কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ