মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


ইসরায়েলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মোদি: বললেন বেনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের একটি দৃশ্য শেয়ার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নিজের অফিসিয়াল টুইটার পেজে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায় ইসরায়েলি নাফতালি বেনেট তার হাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতের ওপর রেখে বলছেন, আপনি আমার দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি।

তখন মোদি বলেন, ধন্যবাদ।

এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে বলেন, আপনি কি আমার দলে যোগ দেবেন?

অদ্ভূত এ প্রস্তাব পেয়ে মোদি হু হু করে হেসে উঠেন। এসময় অপর হাত দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর হাতে আনন্দে মৃদু থাপড়াতে থাকেন ভারতের প্রধানমন্ত্রী। আলোচিত ওই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ