মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কুখ্যাত বেলফোর ঘোষণার ১০৪তম বার্ষিকীতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সিরিয়ার জাতীয় সংসদ।

সংসদে আনা এক প্রস্তাবে বলা হয়েছে, ১৯১৭ সালে ব্রিটিশ সরকার ইহুদিবাদী ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে বেলফোর ঘোষণা প্রকাশ করেছিল তা অবৈধ এবং সিরিয়ার সরকার ও জনগণ ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

সিরিয়ার সংসদে গৃহীত এক বিবৃতিতে বলা হয়েছে, বেলফোর ঘোষণার মাধ্যমে এমন একটি পক্ষ ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছিল যারা এই কাজ করার কোনো অধিকার রাখে না এবং যাদেরকে বিশেষ এই সুবিধা দেয়া হয়েছিল তারা সেই সুবিধা পাওয়ার অধিকারী ছিল না।

সিরিয়ার সংসদে পাস হওয়া বিবৃতিতে বলা হয়েছে, বেলফোর ঘোষণার আওতায় যে ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছিল তা সমস্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর যে লক্ষ্য নিয়ে ইহুদি আন্দোলনকে ১৯১৭ সালের ২ নভেম্বর নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা করে দিয়েছিলেন ফিলিস্তিনি ভূখণ্ডে এখন তাই সংঘটিত হচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি জনগণকে কঠিনতম আগ্রাসন ও নিপীড়নের মধ্যে ফেলা। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ