বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

বেনাপোলে ১৪৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর ৬টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামেন আবুবক্করের ছেলে হাফিজুর রহমান ও খায়রুল মোল্লার ছেলে তামিম হোসেন (১৪)।

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার লাভলু মিয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান প্রবেশ করবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন দুই যুবক বস্তা মাথায় নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ