বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


হারামাইন শরিফাইন-সহ সৌদি আরবের সব মসজিদে ইস্তিস্কার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

হারামাইন শরীফাইন-সহ সৌদি আরবের সমস্ত মসজিদে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার হারামাইন শরীফাইনের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি আরবের প্রায় ২৬  হাজার মসজিদে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে।

ইস্তিস্কার নামাজের সব থেকে বড় জামাত হয়েছে মসজিদুল হারামে। এই জামাতে অংশ নিয়েছেন মক্কার গভর্নর শাহজাদা খালেদ ফয়সাল। রহমতের বৃষ্টি কামনা করে তিনি উপস্থিত লোকদের তওবা ইস্তেগফার ও দান সদকা করার আহ্বান জানান।

দ্বিতীয় বড় জামাত হয়েছে মসজিদে নববীতে। সেখানেও মদিনার গভর্নর শাহজাদা সৌদ বিন খালেদ খালিদ  ফায়সাল উপস্থিত ছিলেন।

এতে মসজিদে নববীর ইমাম ও খতিব শায়েখ আব্দুল মুহসিন আল  কাসেম নামাজের খুতবা দেন এবং ইমামতি করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ