বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

ফেনী জেলার প্রবীণ আলেম মাওলানা শাহ আলম সাহেব আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: ফেনী ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কৈরয়া মদীনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার সাবেক পরিচালক, প্রবীণ আলেম মাওলানা শাহ আলম আর নেই।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওইন্না-ইলাইহি রা'জিঊন।

জানা যায়, মৃত্যুর সময় মরহুমের বয়স হয়েছিলো প্রায় একশত বছর। তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার ছাত্র ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের ইন্তেকালে পুরো ফেনী জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মাওলানা শাহ আলম সাহেবের ইন্তেকালের খবর শুনে হাজার হাজার তৌহিদি জনতা শেষ বারের মত হুজুরকে এক নজর দেখতে উনার বাড়িতে ভিড় জমায়।

আজ রাত ৯ টায় মাওলানা শাহ আলম সাহেবের বাড়ি সংলগ্ন ঈদগাহ ময়দানে ফেনী জামেয়া রশীদিয়া মাদরাসার সহকারী পরিচালক মুফতি ফয়জুল্লাহর ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযায় ফেনী জেলার বিভিন্ন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, মাদরাসার পরিচালকবৃন্দ, শিক্ষার্থীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ