বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কালেকশন কি ভিক্ষাবৃত্তি?—দৃষ্টিভঙ্গির এক নির্মম বিকৃতি সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সমমনা ইসলামি দলগুলোর সংলাপে সম্মিলিত ৫ ঘোষণা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত কাশ্মিরে পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল

পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবিতে মানববন্ধন পালন হয়েছে পঞ্চগড়ে।

পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল বাস্তবায়ন পরিষদের আয়োজনে এতে অংশ নিয়েছেন স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও জেলাটির সচেতন মানুষ।

No description available.

আজ শনিবার ( ৬ নভেম্বর) জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় শুরু হওয়া এ মানববন্ধন পালিত হয়েছে প্রায় ২ ঘন্টা।

এতে সভাপতিত্ব করেন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা একে এম আবুল খায়ের।

No description available.

বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক নয়ন তানবিরুল বারী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, রক্তবন্ধুর সদস্য সচিব তাসনিমুল বারি নবীনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

No description available.

বক্তারা বলেন, পঞ্চগড় জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা হলে চিকিৎসা সেবার নতুন দিগন্ত উম্মোচন হবে। এ অঞ্চলসহ দেশ বিদেশের অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। এজন্য তারা পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, প্রত্যন্ত এ জেলাটিতে চিকিৎসার মান খুবই নিম্ন। জরুরি অবস্থায় রোগীদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর অথবা রংপুরে নিয়ে যেতে হয়। এতে করে অনেক সময় রোগীর প্রাণহানির ঘটনাও ঘটে।

তাই স্থানীয়দের দাবি অবহেলিত চিকিৎসা সেবা থেকে পরিত্রাণে এই প্রান্তিক জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার বিকল্প নেই।

No description available.

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ