বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কালেকশন কি ভিক্ষাবৃত্তি?—দৃষ্টিভঙ্গির এক নির্মম বিকৃতি সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সমমনা ইসলামি দলগুলোর সংলাপে সম্মিলিত ৫ ঘোষণা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত কাশ্মিরে পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল

এবার ধর্মঘটের ডাক দিলো সমুদ্রে মাছ ধরা ট্রলার মালিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রোববার বিকেল থেকে বঙ্গোপসাগরগামী সকল মাছ ধরার ট্রলার মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। যে সকল মাছ ধরার ট্রলার সাগরে রয়েছে দ্রুত তাদের নিজ নিজ স্টেশনে ফিরে আসার নির্দেশ দিয়েছেন মালিকরা।

বরগুনার পাথরঘাটায় ট্রলার মালিক, মৎস্যজীবীসহ এই পেশায় জড়িত, মৎস্য শ্রমিক, আড়ৎদাররা মানববন্ধন শেষে এ ঘোষণা দেন। এসময় কয়েক দফা দাবি উল্লেখ করে স্বারকলিপি পেশ করেন তারা।

'ডিজেলের দাম কমাতে হবে, মৎস্য সেক্টর রক্ষা করতে হবে' এই স্লোগানকে সামনে রেখে রোববার বেলা ১২টায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে মানববন্ধন অংশ নেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য আড়তদার সমিতি, বিএফডিসি মৎস্য পাইকার সমিতি ও বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়নসহ মৎস্য সেক্টরের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনসহ কয়েক হাজার মানুষ।

পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে ৩ দফা দাবি উল্লে­খ করে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন। দাবিগুলো হলো, অনতিবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমিয়ে পূর্বের নির্ধারিত মূল্যে নিয়ে আসা, বঙ্গোপসাগরে বাংলাদেশি জলসীমায় বিদেশী ট্রলার অনুপ্রবেশ বন্ধ করা এবং দেশীয় জলসীমায় নির্ধারিত জায়গায় ট্রলিং জাহাজ বাইচ নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, অনির্দিষ্টকালের জন্য আজ থেকেই দুই হাজারের অধিক মাছ ধরার ট্রলার সাগরে যাওয়া বন্ধ, পাশাপাশি এখন যেসকল ট্রলার সাগরে আছে সেসকল ট্রলার নিজস্ব ষ্টেশনে ফিরে আসবে। জ্বালানী তেল বৃদ্ধির কারণে আমরা সাগরে মাছ ধরা বন্ধ করে দেওয়ায় হাজার হাজার জেলে ও শ্রমিক, ব্যবসায়ীরা বেকার হয়ে পড়বে। এর প্রভাব এক সময় জাতীয় অর্থনীতিতে পড়বে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, রোববার মৎস্য পেশার সাথে জড়িত কয়েকশ' লোক এসে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেব।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ