আওয়ার ইসলাম ডেস্ক: চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২৩শে ডিসেম্বর।
আজ বুধবার নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫শে নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ই ডিসেম্বর ও ভোট গ্রহণ হবে ২৩ ডিসেম্বর। একই তফসিলে কক্সবাজারের টেকনাফ পৌরসভা, পাবনার আটঘরিয়া ও নরসিংদীর রায়পুরা পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। ধাপে ধাপে ভোটের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে নির্বাচন উপযোগী সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০শে সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে আগামীকাল বৃহস্পতিবার ৮৪৬ ইউপির ভোট হবে। এছাড়া তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপির ভোট হবে আগামী ২৮শে নভেম্বর। চতুর্থ ধাপের ভোট হবে ৮৪০ ইউপিতে আগামী ২৩শে ডিসেম্বর।
-এটি