বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কালেকশন কি ভিক্ষাবৃত্তি?—দৃষ্টিভঙ্গির এক নির্মম বিকৃতি সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সমমনা ইসলামি দলগুলোর সংলাপে সম্মিলিত ৫ ঘোষণা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত কাশ্মিরে পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল

ভারতে তেল পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে ডিজেল পাচার নিয়ে কড়া অবস্থানে বিজিবি। ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংকি রেকর্ডসহ বেনাপোল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা নোম্যান্সল্যান্ড এলাকায় প্রতিটি ট্রাকের ট্যাংকিতে স্কেল ঢুকিয়ে তেলের পরিমাপ খাতায় লিপিবদ্ধ করে রাখছে। ভারতে ফেরত যাবার সময় সেই গাড়ির তেল পুনরায় পরিমাপ করে দেখা হচ্ছে।

সম্প্রতি বাংলাদেশের একটি চ্যানেলে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে তেল পাচারের রিপোর্ট নিয়ে নড়ে চড়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রিপোর্টটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার মাহবুব হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে তেল পাচারের বিষয়টি বানোয়াট। ভারতীয় কোনো ট্রাকের বাংলাদেশের তেল পাম্প থেকে ডিজেল নেবার সুযোগ নেয়। ভারতীয় ট্রাক যেখানে রাখা হয় সেখান থেকে বাংলাদেশের তেল পাম্পের দূরত্ব প্রায় এক কিলোমিটার।

তবে বন্দর এলাকার একজন মুদি ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে কন্টিনারে করে ভারতীয় ট্রাক ড্রাইভারদের নিকট ১০/২০ লিটার করে তেল বিক্রি করতো কিছু লোক। পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে তা অনেক আগেই বন্ধ হয়ে গেছে।

৪৯ বিজিবির সিও সেলিম রেজা এবং ২১ বিজিবির সিও লে. কর্নেল মন্জুর এলাহী বলেন, ভারতে ডিজেল পাচার রোধে বেনাপোল এবং পুটখালি সীমান্তসহ তৎসংলগ্ন এলাকায় অনেক আগে থেকে বিজিবি সতর্ক রয়েছে। বাংলাদেশ থেকে ডিজেল পাচার হয়ে ভারতে যায় না, ইতোপূর্বে সীমান্তে তেল জব্দও হয়নি। তেল পাচারের সংবাদটি সঠিক নয়। তারপরও ভারত সীমান্তের প্রতিটি এলাকাকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ