আওয়ার ইসলাম ডেস্ক: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই মুহূর্তে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো অস্তিত্ব নেই। কিন্তু একটি সম্ভাবনা আছে।
আজ শনিবার রাজধানীর বিজয়নগরে চু ওয়াং রেস্তোরাঁয় গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব রয়েছে কি না জানতে চাইরে গণফোরাম সভাপতি বলেন, “এটা নিয়ে আমরা বসব, আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব।”
তিনি বলেন, “এই মুহূর্তে এটার কোনো অস্তিত্ব নেই। কিন্তু একটি সম্ভাবনা তো আছে। আবার পুনঃজাগরণের সম্ভাবনা আছে। নতুন করে ঐক্যবদ্ধ কিছু একটা করার অবশ্যই সম্ভাবনা আছে।”
দশম সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে তোলা হয়। কামাল হোসেনকে সামনে রেখে গড়া সেই জোটে বিএনপি ও গণফোরাম ছাড়াও যোগ দিয়েছিল জাসদ-জেএসডি, কৃষক-শ্রমিক-জনতা লীগ, নাগরিক ঐক্য।
গণফোরামের যে কাউন্সিল আগামী ৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল, তা পিছিয়ে দেয়া হয়েছে উল্লেখ করে ড. কামাল বলেন, “যে সম্মেলন হওয়ার কথা ছিল, সেটা জানুয়ারির শেষে হবে।”
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন আমরা দাবি করি। কেননা আমরা দেখেছি যে দলীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয় না।”
সরকার দাবি না মানলে কী করবেন- জানতে চাইলে তিনি বলেন, “দেশে সঙ্কট সৃষ্টি হবে। তারপর আন্দোলন হবে। দেশের মানুষ যদি এটা নিয়ে বিক্ষুব্ধ হয়, তাহলে জোরদার আন্দোলন হবে।”
নির্বাচন কমিশন গঠনে আইন করার পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, “সার্চ কমিটিতে নিরপেক্ষ লোক না থাকলে সেটা নিরপেক্ষ হয় না। আমরা আইনের পক্ষে।”
‘নিরপেক্ষ’র ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, “নিরপেক্ষ বলতে নিরপেক্ষ। যারা বুঝতে চান নিরপেক্ষ কী, সেটা তাদের বোঝানো প্রয়োজন হয় না।”
আইন হলেই কি নিরপেক্ষ ব্যক্তি পাওয়া সম্ভব কিনা জানতে চাইলে কামাল বলেন, “কিছুটা সম্ভব হবে। একেবারে যে আইনকে অমান্য করবে, তা নয়। তবে এটা ঠিক বলেছেন, আইন অমান্য করলে তো সেটা করা যায় না। উদ্দেশ্যে সৎ হতে হয়।”
সংবাদ সম্মেলনে ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কামাল বলেন, “ডিজেলের দাম বাড়ানোর অজুহাতে যানবাহনে ভাড়া বাড়ানো হয়েছে। এবং এই অজুহাতে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। আমরা মনে করি যে, এটা অনুচিৎ হয়েছে। কারণ ডিজেলের দাম বাড়ানোর জন্য এতগুলোর দাম বাড়ার কথা না।”
-এটি