আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্যের নজিরবিহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্য বদ্ধি, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে, দেশের নিম্নআয়ের মানুষ আজ দিশেহারা।
কিছু অসাধু সিন্ডিকেট ও মুনাফাখোর মজুতদার সরকারের যোগসাজেশে সম্পদের পাহাড় গড়ছে, অন্যদিকে শ্রমজীবী কৃষিজীবী মানুষের জীবনধারন দুর্বিষহ হয়ে উঠছে। জনগণের এহেন দুঃসময়ে পাশে কেউ নেই। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে।
আজ শনিবার সকাল ১০ টায় ঐতিহ্যবাহী প্রাচীনতম সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, কেন্দ্রীয় সংগঠন সচিবরা অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, সহকারি মহাসচিব হাফেজ মাওলানা আজিজুল হক, প্রচার সচিব মুফতি আব্দুল্লাহ আল মাসুদ খান, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, দফতর সচিব মুফতি দিনে আলম হারুনী।, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ হেলাল, শ্রমিক সমাজের সভাপতি মুফতি অহিদুজ্জামান ফরিদী, শ্রমবিষয়ক সচিব জনাব নাজিমুদ্দিন, সরকারি দফতর সচিব মাওলানা জহিরুল ইসলাম, ছাত্রসমাজের সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী ও মহাসচিব এতেশাম উল হক সাখী সহ প্রমুখ।
উক্ত অধিবেশনে নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে অনতিবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জ্বালানি তেলের মূল্য কমিয়ে গণপরিবহনের ভাড়া পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারকে আশু পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। নইলে বিক্ষুব্ধ জনতা ফুঁসে উঠলে এর পরিণতি ভালো হবে না। দেশে এই অপ্রীতিকর অচলাবস্থা সৃষ্টির পিছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান।
-এটি