মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

‘বরিশালে ইমামের হাত কর্তনকারী সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের বাবু গঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইয়াকুব আলীর হাত কর্তনকারী সন্ত্রাসী বাবলু বাবু মাঝির অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট জালালাবাদ ইমাম সমিতির নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদ উদ্দিন আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা কারী মুজ্জাম্মিল হোসেন চৌধুরী ও সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ এক যুক্ত বিবৃতিতে এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে একের পর এক ইমামদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে চলেছে যা খুবই উদ্বেগজনক।

ইমামগণ হচ্ছেন সম্মান ও শ্রদ্ধার পাত্র সেই ইমামগণই যদি বার বার সন্ত্রাসী হামলার শিকার হন তাহলে দেশের সাধারণ মানুষ কতটুকু নিরাপদে থাকবে। নেতৃবৃন্দ অন্য সন্ত্রাসীদেরও দ্রুত গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ