বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কালেকশন কি ভিক্ষাবৃত্তি?—দৃষ্টিভঙ্গির এক নির্মম বিকৃতি সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সমমনা ইসলামি দলগুলোর সংলাপে সম্মিলিত ৫ ঘোষণা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত কাশ্মিরে পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল

জহিরুদ্দিন মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহিমের জানাজা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মানিকনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুর রহিমের জানাজা আগামীকাল (মঙ্গলবার) সকাল ৮টায় তার নিজ এলাকা মাইজদির সোনাপুরের বিসিক মাঠ, ওয়াবদারপুলে অনুষ্ঠিত হবে।

আওয়ার ইসলামকে এতথ্য নিশ্চিত করেছেন জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি জুবায়ের আহমাদ।

এর আগে সোমবার দুপরের দিকে মাদরাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে বাইক এক্সিডেন্টে মুফতি আব্দুর রহিম ইন্তেকাল করেন।

মুফতি আবদুর রহিম ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তার ইন্তেকালে শোকে ভাসছে মাদরাসার ছাত্র, উস্তাদ ও কর্মচারিবৃন্দ। ছাত্রদের কাছে একজন মুশফিক উস্তাদ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মানিকনগর মাদরাসার আলহাজ্ব হা. মাও. মুফতি জুবায়ের আহমাদ। তিনি বলেন, আনুমানিক ৫০ বছরের মত হবে বয়স। একজন মুখলিস মানুষ ছিলেন। এত তাড়াতাড়ি রবের ডাকে সাড়া দিবেন কল্পনাও করিনি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন।

শোক প্রকাশ করেছেন আওয়ার ইসলামের সম্পাদক, জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মানিকনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হুমায়ুন আইয়ুব। তিনি বলেন, আমাদের সহকর্মীদের মধ্যে একজন সজ্জন মানুষ ছিলেন। সবার প্রিয় ও নরম তবিয়তের মানুষ ছিলেন তিনি। নিয়মিত আওয়ার ইসলামে লিখেছেন। আল্লাহ তায়ালা তাকে পরকালেও শান্তিতে রাখুন। তার পরিবারকে সবরে জামিল দান করুন।

আরো পড়ুন:সড়ক দুর্ঘটনায় জহিরুদ্দিন আহমাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহিমের ইন্তেকাল

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ