আওয়ার ইসলাম ডেস্ক: দুই দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (১৫ নভেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
সোমবার (১৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফররত সেনাপ্রধানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেনেন্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো ২০২১-এ অংশ নেবেন।
সেনাবাহিনী প্রধান ১৮ নভেম্বর দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
-এএ