বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


যাত্রাবাড়ীতে বিস্ফোরণ, মৃত বেড়ে ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ি সায়দাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রিপন মিয়া (৪৫) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দুজন মারা গেলেন।

মঙ্গলবার (১৬নভেম্বর) ভোর ৬টার দিকে শেখ হাসিনা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, মৃত রিপনের ৬০ শতাংশ দগ্ধসহ শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে রোববার ১৪ নভেম্বর বিকেলে ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় বিশ্বনাথ (৬০)।

ডা. আইউব জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ি সায়দাবাদ জনপথ এলাকা থেকে ৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে আবুল কালাম (৫৮) ৮০শতাংশ, শফিকুল ইসলাম (৪০) ৭৮ ও কবির হোসেন (৪০)৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

দগ্ধ রিপনের বাড়ি ভোলা জেলার চড়ফ্যাশন উপজেলায়। বর্তমানে সায়দাবাদ এলাকায় একটি মেসে থাকতেন। পেশায় ভ্যান চালক ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর