বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


একদিন বন্ধ থাকার পর ঢাকার মিরপুর থেকে বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবহন শ্রমিকদের বিক্ষোভে এক দিন বন্ধ থাকার পর বুধবার বিকালে ঢাকার মিরপুর থেকে বাস চলাচল শুরু হয়েছে।

বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বচসার এক পর্যায়ে ‘ওয়েবিল’ ও ‘সিটিং সার্ভিস’ বন্ধের দাবিতে মঙ্গলবার দুপুরে মিরপুর থেকে বাস চালানো বন্ধ করে দিয়েছিল পরিবহন শ্রমিকরা। তাদের বক্তব্য ছিল, ‘সিটিং ও গেইটলক সার্ভিস’ বন্ধের ঘোষণা দেওয়ার পরেও মালিক পক্ষের চাপে বেশি ভাড়া নিতে হচ্ছিল তাদের। আর সেই কারণে যাত্রীদের সঙ্গে তাদের প্রতিনিয়ত বাক-বিতণ্ডায় জড়াতে হচ্ছিল।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগের পরিদর্শক মাসুদ বলেন, “মিরপুর-১২ নম্বর থেকে সব বাস চলাচল বন্ধ ছিল। পরিবহন শ্রমিকরা মঙ্গলবার দুপুর থেকেই ধর্মঘট করে। আজ বিকাল ৪টা থেকে আবারও বাস চলাচল শুরু হয়েছে।”

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, কিছু শ্রমিক আরও কয়েকজন লোক জোগাড় করে গেইট লক সিটিং সার্ভিসের নিয়ম না মেনে বাস চলাচলের দাবিতে বিক্ষোভ করেছিল। এখন গাড়ি চলাচল শুরু হয়েছে।

ডিজেলের দাম বাড়ার পর বাস ভাড়া বাড়ানো হলেও তার চেয়ে বেশি নেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন যাত্রীরা। এরপর গত রোববার ‘সিটিং সার্ভিস’ বন্ধের ঘোষণা দেয় ঢাকা পরিবহন মালিক সমিতি।

তবে পরিবহনকর্মীদের অভিযোগ, ‘ওয়েবিলের (রুটের বিভিন্ন স্থানে মালিকদের পক্ষ থেকে যাত্রী সংখ্যা যাচাই) কারণে অতিরিক্ত ভাড়া আদায় করতে হচ্ছিল তাদের।

মঙ্গলবার দুপুর ১২টায় মিরপুর-১২ নম্বর চন্দ্রবিন্দু মোড়ে কয়েকশ শ্রমিক জড়ো হয়ে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। সেখান থেকে কোনো বাসই চলতে দিচ্ছিল না তারা। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

বাড়তি ভাড়া নিয়ে এনায়েত উল্লাহ বলেন, ভাড়ার যে নতুন চার্ট আছে, সে অনুসারে তা আদায় করবে। এর বাইরে কেউ আদায় করতে পারবে না। সরকার ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ