আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় ভয়ঙ্কর মাদক আইস এবং ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো- আবুল কাশেম (৪৫) ও মতিন মিয়া (৪৪)।
অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক রাজীব মিনা এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আবুল কাশেম এবং মতিন মিয়া রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক এবং ইয়াবা সরবরাহ করতো। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ও ১ গ্রাম আইস জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব মাদক তারা কোথা থেকে সংগ্রহ করতো এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
-এএ