আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিংসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল হয়েছে বলে তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল পৌনে পাঁচটায় এক জরুরি বৈঠকে বসে মেডিকেল টিম। সোয়া পাঁচটায় এ বৈঠক শেষ হয়।
বৈঠকে ছিলেন- মেডিকেল টিমের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিকী, বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন ও ড. আল-মামুন।
এছাড়াও একটি বিশস্ত সূত্র জানিয়েছে বুধবার (১৭ নভেম্বর) থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা জটিল আকার ধারণ করেছে।
গত ১২ নভেম্বর রাত থেকে অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
এর আগে, গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেন খালেদা জিয়া। এরপর গত ৭ নভম্বের হাসপাতাল ছেড়ে গুলশানে নিজ বাসা ফিরোজায় উঠেন তিনি।
খালেদা জিয়া বহু বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৩ দিন চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া।
-এএ