বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই

জলবায়ু সম্মেলন ঘিরে কোভিড আক্রান্ত ৩০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগোতে সম্প্রতি শেষ হলো জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-২৬)। যদিও সম্মেলনে অংশ নিতে গিয়ে এমনকি সম্মেলনের বাইরে আন্দোলনে অংশ নেওয়া অন্তত ৩০০ জন মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক জরিপ বলছে, (কপ-২৬) সম্মেলনকে ঘিরে ২৯১ জন কোভিড-১৯ রোগে শনাক্ত হয়েছেন।

জি-২০ সম্মেলনের পর গ্লাসগোয় জলবায়ু সম্মেলনেও যোগ দেন দুই শতাধিক দেশের প্রতিনিধি। সেই সঙ্গে উপস্থিতি ছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও বিশেষজ্ঞরা। এছাড়া সম্মেলন চলাকালীন একাধিক আন্দোলন হয়েছে। এতে অংশ নিয়েছেন বহু লোক।

স্কটল্যান্ডের স্বাস্থ্য বিষয়ক সরকারি সংস্থা (পিএইচএস) জানিয়েছে, (কপ-২৬) সম্মেলনে যোগ দেওয়া প্রতি এক হাজার জনের মধ্যে চারজনের করোনা ধরা পড়েছে। এটা শুধু সম্মেলনের চিত্র। ৯২ জনের নেগেটিভ রিপোর্ট এলেও হয়তো তারা সংক্রমিত ছিলেন। সম্মেলনের অংশগ্রহণকারীদের করোনা পরীক্ষা করা হয় ল্যাটেরাল ফ্লো ডিভাইসের (এলএফডি) সাহায্যে।

বিশেষজ্ঞদের অনুমান, পিসিআর-টেস্টের চেয়ে হয়তো এটির সংক্রমণ ধরার ক্ষমতা কম। হয়তো উপসর্গহীন বা সদ্য সংক্রমিতদের শরীরে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি টের পাওয়া যায়নি এ পরীক্ষায়।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন জানিয়েছেন, সংক্রমণ যাতে আরও না বাড়ে, তাই কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তিনি আরও জানান, সম্মেলন শুরুর আগেও সকলের কোভিড পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ দেখেই যোগদানে অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়া মাস্ক পরা বাধ্যতামূলক ছিল সম্মেলনে।

এ দিকে পিএইচএস বলছে, পরিস্থিতি আরও খতিয়ে দেখা দরকার। ডিসেম্বরের শেষে তদন্ত রিপোর্ট প্রকাশ হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ইউরোপে করোনার চতুর্থ ঢেউ দ্রুত ছড়াচ্ছে। স্কটল্যান্ডে এক হাজার জনে ১২ জন করে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ৬ নভেম্বরের পর থেকে।

সূত্র: দ্য ডেইলি মেইল

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ