আওয়ার ইসলাম ডেস্ক: দুর্গোৎসব চলাকালীন সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে বেশ কিছু সংগঠন দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
দূর্গাপূজায় সাম্প্রদায়িক হামলার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা প্রাবহ নিয়ে ১৯ নভেম্বর (শুক্রবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বক্তব্য তুলে ধরেন।
গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, গত ১৩ অক্টোবর ঘটনার পর সরকার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, ক্ষতিগ্রস্ত মঠ মন্দির সংস্থার ও ক্ষতিপূরণ প্রদানে অগ্রসর হয়েছে। কিন্তু স্বার্থান্বেষী কতিপয় হিন্দু সংগঠন ইতিবাচক প্রতিবাদের বদলে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে বিব্রত করার লক্ষ্যে ক্রমাগত রাজপথে অবস্থান কর্মসূচী, মানববন্ধন, বিক্ষোভ মিছিলের নামে কর্মসূচী পালন করেছে। এ সকল সংগঠনের এহেন কার্যক্রম দেশকে বিশ্ব দরবারে নেতিবাচকভাবে প্রতিষ্ঠিত করছে।
তিনি আরো বলেন, সংগঠনসমূহ বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি বিশ্বে বিকৃতভাবে উপস্থাপন করে আন্তজার্তিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে। বাংলাদেশ হিন্দু মহাজোট এসকল সংগঠনের দুরভিসন্ধিমূলক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানায়।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতার বিষয়ে কূটনৈতিক প্রেক্ষাপট থেকে পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত বক্তব্য রেখেছেন। কিন্তু বিভিন্ন সংগঠন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের যৌক্তিক প্রতিবাদের পরিবর্তে অশালীন অশোভন বক্তব্যের মাধ্যমে দেশে-বিদেশে পরিকল্পিত ভাবে সংবাদ সম্মেলন, ধিক্কার মিছিল আয়োজন করেছে। এসকল কর্মসূচী থেকে ছাপার অযোগ্য শব্দচয়ন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে যা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বদলে বাংলাদেশকে সাম্প্রদায়িক সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে উপস্থাপন করেছে।
সংবাদ সম্মেলন থেকে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কর্মসূচিকে জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে ধিক্কার জানিয়ে হিন্দু মহাজোটের সদস্যদের এ ধরনের কর্মসূচীতে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এসময় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি দ্বীন বন্ধু রায়, সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার পালসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনটি