বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


মোটরযানের ফিটনেস সনদ নিতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে মোটরযানের ফিটনেস সনদ দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে গাড়ি হাজির করে সংশ্লিষ্ট বিআরটিএর সার্কেল অফিস থেকে ফিটনেস নবায়ন সনদ নেওয়া যাবে।

বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কার্যক্রম আগামী সোমবার থেকে শুরু হবে। এই কার্যক্রম শুধু ঢাকা মেট্রো সার্কেল-১ মিরপুর, সার্কেল-২ ইকুরিয়া, সার্কেল-৩ দিয়াবাড়ী থেকে কার্যকর হবে। এ ছাড়া ঢাকা জেলা সার্কেলের পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ সার্কেল থেকেও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ