বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
হজের জন্য নিবন্ধন করেছেন সাড়ে ৭৬ হাজার বাংলাদেশি রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী

মসজিদুল আকসায় গোলাগুলি, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের মসজিদুল আকসার কাছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সাথে এক ফিলিস্তিনির গোলাগুলি হয়েছে।

আজ রোববার (২১ নভেম্বর) এই গোলাগুলির ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত চার দিনের মধ্যে জেরুজালেমে এ নিয়ে দুবার ইসরায়েলিদের লক্ষ্য করে হামলা চালানো হলো। ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সশস্ত্র সদস্য হামলাটি চালায়।

অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়কমন্ত্রী ওমের বারলেভ জানান, পূর্ব জেরুসালেমে হামাস বন্দুকধারী হামলা চালিয়েছে। হামলার পর জেরুজালেমের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে হামাসও এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। গত শুক্রবার ব্রিটেন হামাসকে নিষিদ্ধ করে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও এই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের পূর্ণ নাম ইসলামিক রেসিসট্যান্স মুভমেন্ট। সংগঠনটির রাজনৈতিক ও সামরিক-দুই শাখাই রয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানান, হামলায় দুই বেসামরিক লোক গুরুতর আহত হলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের একজন মারা যান। দুই পুলিশ সদস্য সামান্য আহত হন। এই ঘটনার পর বাহিনীকে জেরুজালেমের চারপাশে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

ইসরায়েলি সংবাদমাধ্যমে জানানো হয়, নিহত ইসরাইলি বসতি স্থাপনকারীর বয়স ৩০ বছরের মতো। মাথায় গুলিবিদ্ধ হয়ে ওই বসতি স্থাপনকারী নিহত হন।

এদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, নিহত ফিলিস্তিনি ফাদি আবু শুখাইদিম প্রতিদিনের মতোই মসজিদুল আকসায় ফজরের নামাজ আদায় করতে আসেন। নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে বাব আল-সিলসিলার কাছে ইসরায়েলি পুলিশকে লক্ষ্য করে গোলাগুলি শুরু করেন। পরে পুলিশ গুলি করে তাকে হত্যা করে। সূত্র: রয়টার্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ