বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হামদক পুনর্বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে প্রধানমন্ত্রীর পদে পুনর্বহাল হয়েছেন। চলমান সহিংসতার মধ্যেই বেসামরিক ও সামরিক সরকারের প্রতিনিধিদের মধ্যে সমঝোতার মধ্যে দিয়ে এমন সিদ্ধান্তে পৌঁছেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে সমঝোতা হয়।

রোববার (২১ নভেম্বর) সুদানে বেসামরিক সরকারকে ক্ষমতায় ফেরাতে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের রাজনৈতিক চুক্তি স্বাক্ষর হয়েছে।

রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদে স্বাক্ষরিত ১৪ শর্তের ওই রাজনৈতিক চুক্তিতে হামদককে প্রধানমন্ত্রী পদে পুনর্বহালের অঙ্গীকার রয়েছে।

চুক্তি অনুযায়ী অভ্যুত্থানের পর নিরাপত্তা বাহিনীর হাতে আটক সব রাজনৈতিক বন্দি ও সাংবাদিককে মুক্তি দেওয়া হবে। এতে সুদানের গণতন্ত্র উত্তরণে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রোববার সুদানজুড়ে বিক্ষোভে নেমেছে অভ্যুত্থানবিরোধীরা। সামরিক শাসনের বিরোধিতায় চলমান আন্দোলনের মধ্যে নতুন করে বড় পরিসরে বিক্ষোভ নেমেছে। আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট সুদানে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজনকে গৃহবন্দি করে সেনাবাহিনী। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী। পরবর্তীতে চাপের মুখে নিরপাত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে মুক্তি দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ