বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই

সুদানে রাজনৈতিক সমঝোতা: ক্ষমতায় ফিরছেন হামদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন।

এর ফলে সরকারের নেতৃত্বে ফিরতে পারছেন হামদক। এছাড়া গত মাসের সামরিক অভ্যুত্থানের পর আটক রাজনীতিকদের ছেড়ে দেওয়ার পথও উন্মুক্ত হয়েছে। এই সমঝোতার সিনিয়র মধ্যস্থতাকারী ফাদাল্লাহ বার্মা এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, হামদকের পূর্বাবস্থায় ফেরা এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য জেনারেল বুরহান, আবদাল্লা হামদক, রাজনৈতিক বিভিন্ন পক্ষ এবং সুশীল সমাজের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তির খবর নিশ্চিত করে সুদানের মধ্যস্থতাকারী একটি দল বিবৃতি প্রকাশ করেছে।

গত ২৫ অক্টোবর সেনাপ্রধান বুরহান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন এবং বেসামরিক সরকারের লোকজনকে গ্রেপ্তার করেন। গৃহবন্দী করা হয় হামদককে।

এর পর থেকে দেশটিতে শুরু হয় অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে প্রায় অর্ধশত নিহত হন। কিন্তু বিক্ষোভকারীরা অনড় থাকায় সমঝোতায় আসতে বাধ্য হয় সামরিক বাহিনী। সুদানের দীর্ঘ সময়ের শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে আসছে।

সম্প্রতি সরকারের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ হয়। এমনকি বিক্ষোভ থেকে ক্ষমতা দখল করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

গত ২০১৯ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন ওমর আল-বশির। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৩ সালের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হন। সূত্র: আলজাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ