আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে খালেদা বেগম (২৫) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে স্বামী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী হাফেজ আহমদ (৩০)। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
আজ সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।
নিহত খালেদা বেগম বালুখালীর ১৪ নং ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা হাফেজ আহমদের স্ত্রী। পরিবারের বরাত দিয়ে এপিবিএন জানায়, সোমবার বিকেলে ১৪ নং হাকিমপাড়া ক্যাম্পের ১৪৫ নং সেটে পারিবারিক কলহের জের ধরে স্বামী হাফেজ আহমদের সঙ্গে কথাকাটাকাটি হয় স্ত্রী খালেদা বেগমের।
এক পর্যায়ে স্বামী তাকে জবাই করে। সেখানেই স্ত্রী খালেদার মৃত্যু। পরে জিজ্ঞাসাবাদের জন্য সতীন নুর হাসিনা (২২) এবং আসামির ভগ্নিপতি মোহাম্মদ আলীকে (৩৫) আটক করা হয়।
অধিনায়ক এসপি শিহাব কায়সার খান আরও জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-এটি