বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই

এক বছরেরও কম সময়ে ৭৭ জন ফিলিস্তিনি শিশুর শাহাদাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী একটি আন্তর্জাতিক সংস্থা ঘোষণা করেছে, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ইহুদিবাদী জঙ্গিদের গুলিতে ৭৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন।

ওয়ার্ল্ড মুভমেন্ট ফর দ্য ডিফেন্স ফর দ্য ফিলিস্তিনি চিলড্রেন বলেছে বছরের শুরু থেকে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর গুলিতে ৭৭ শিশু নিহত হয়েছেন। এরমধ্যে গাজা উপত্যকায় ৬১ এবং পশ্চিম তীর ও জেরুজালেমের পূর্বে ১৬ জন শিশু রয়েছে।

আন্দোলনটি আন্তর্জাতিক শিশু দিবসে এক বিবৃতিতে বলেছে ২০০০ সাল থেকে, ইহুদিবাদী সামরিক বাহিনী প্রায় ২২০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে।

বিবৃতি অনুসারে, ইহুদিবাদী মিলিশিয়ারা আন্তর্জাতিক আইনে ন্যায়সঙ্গত নয় এমন পরিস্থিতিতে ইচ্ছাকৃত শক্তি ব্যবহার করে। আসলে ইসরাইলে অতিরিক্ত শক্তি প্রয়োগের বিষয়টি একটি নিয়মে পরিণত হয়েছে।

ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর ডিফেন্স অফ ফিলিস্তিনি চিলড্রেন বলেছে, আন্তর্জাতিক আইনের অধীনে, প্রাণঘাতী পদ্ধতির ইচ্ছাকৃত ব্যবহার শুধুমাত্র তখনই যুক্তিযুক্ত হতে পারে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের তাৎক্ষণিক হুমকি থাকে। অথচ ইহুদিবাদী ইসরাইলি সেনরা সর্বদা এই অপশক্তি ব্যবহার করে বিচার বহির্ভূত বা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত, ৪১ জন ফিলিস্তিনি শিশুকে ইহুদিবাদী ইসরাইলি সেনার গ্রেপ্তার করে কারাদণ্ড প্রদান করেছ। এরমধ্যে চারজন শিশু এখনও তাদের কারাগারে বন্দি রয়েছে।

ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর ডিফেন্স অফ ফিলিস্তিনি চিলড্রেন আরও বলেছে: ইসরাইল বিশ্বের একমাত্র শাসনব্যবস্থা যা নিয়মতান্ত্রিকভাবে শিশুদেরকে সামরিক আদালতে বিচার করে। যার ন্যায্য বিচার হয় না এবং প্রতি বছর ৫০০ থেকে ৭০০ ফিলিস্তিনি শিশুদের ইসরাইলি সামরিক আদালতে বিচার করা হয়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ