বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

ইউপি নির্বাচনে সমান ভোট পাওয়া প্রার্থীদের মধ্যে ভোটযুদ্ধ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই প্রার্থী সমভোট পাওয়ায় আজ বুধবার ফের ভোটগ্রহণে হচ্ছে। ইউনিয়নের ৯টি কেন্দ্রে একযোগে সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে শুধু চেয়ারম্যান পদেই ভোটগ্রহণ হচ্ছে। ভোটযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বোচ্চ এবং সমভোট পাওয়া আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল। নির্বাচনে তারা উভয়েই পেয়েছিলেন ৫ হাজার ৭০০ ভোট।

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের তুলনায় আজ প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম। তবে ভোটকেন্দ্রে যারা ভোট প্রদান করতে এসেছেন তাদের সিংহভাগই নারী। শুধু চেয়ারম্যান পদের নির্বাচনের কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সমভোট পাওয়ার কারণে বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদের পাশাপাশি আজ একই দিনে ভোটগ্রহণ হচ্ছে দেশের ১৪ জেলার ১৫টি ইউনিয়নের ১২টি ওয়ার্ডের সদস্য পদে এবং ৩টি সংরক্ষিত নারী সদস্য পদে।

এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হালদার বলেন, এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ৮ জন পুলিশ সদস্য এবং ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

‘নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য ২ প্লাটুন র‌্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করছে পুলিশের ৯টি মোবাইল টিম এবং ৩টি স্পেশাল টিম। এছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন নির্বাচনী এলাকায়।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ