সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

ইয়েমেন যুদ্ধে ১৩ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের শেষে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলে সৌদি জোটের সঙ্গে যুদ্ধরত ইয়েমেনে মৃত্যু তিন লাখ ৭৭ হাজারে দাঁড়াবে।

দেশটিতে ২০৩০ সালের মধ্যে সংঘাত, ক্ষুধা ও দারিদ্র্যের কারণে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) প্রকাশিত প্রতিবেদনে গতকাল মঙ্গলবার বলা হয়, ইয়েমেনে মৃতের এ সংখ্যার মধ্যে প্রায় ৭০ শতাংশ হবে পাঁচ বছরের কম বয়সী শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েমেনে অপুষ্টিজনিত সমস্যায় পড়তে পারে ৯২ লাখ মানুষ এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় দুই কোটি ২০ লাখ হতে পারে। এ ছাড়া ১৩ লাখের মধ্যে পরোক্ষ কারণে ৬০ শতাংশ মৃত্যু ঘটতে পারে বলে জানিয়েছে ইউএনডিপি।

এ প্রসঙ্গে ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার জানান, ইয়েমেনে যুদ্ধের ময়দানের তুলনায় রোগ–শোক–ক্ষুধায় বেশি মানুষের মৃত্যুর পরিস্থিতি তৈরি হয়েছে। একে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকট বলে দাবি করছেন তাঁরা।

ইয়েমেনে ২০১৪ সাল থেকে সংঘাত চলছে। ২০১৫ সাল থেকে ওই সংঘাতে যোগ দেয় সৌদি জোট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ