বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান

মসজিদের ইতিহাস-ঐতিহ্য বিষয়ে সৌদি আরবে বিশেষ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব মসজিদের ঐতিহাসিক বিবর্তন, অর্থবোধকতা ও কার্যাবলি বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে বিশেষজ্ঞ, ঐতিহাসিক, স্থপতি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। তিন দিনব্যাপী (২৩-২৫ নভেম্বর) এই সম্মেলন সৌদি আরবের ‘দ্য কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারে’ (ইথরা) অনুষ্ঠিত হবে। ইথরা ও ‘দ্য আবদুল লতিফ আল-ফাউজান অ্যাওয়ার্ড ফর মস্ক আর্কিটেকচার’ যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনে বিশ্বের কয়েকটি সুন্দর মসজিদের নকশা ও তাদের ঐতিহাসিক কার্যক্রম তুলে ধরা হবে। এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত কয়েকটি মসজিদের প্রদর্শনী তুলে ধরা হবে। চারজন বক্তার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। তারা হলেন—‘দ্য আবদুল লতিফ আল-ফাউজান অ্যাওয়ার্ড ফর মস্ক আর্কিটেকচার’-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রিন্স সুলতান বিন সালমান, মিসরের পর্যটন ও পুরকীর্তি বিষয়ক মন্ত্রী খালেদ আমানি, ইথরার পরিচালক আবদুল্লাহ আর-রাশিদ এবং ‘আফামা’-এর সেক্রেটারি জেনারেল মাশারি আন-নাঈম।

ইথরার জাদুঘর ও প্রদর্শনী বিভাগের প্রধান ফারাহ আবুসুল্লাইহ বলেন, ‘সম্মেলনটি ইসলামী শিল্পকলা সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ইতিহাস, শিল্পকলা, ইসলামী সভ্যতায় স্থাপত্য শিল্প বিশেষত মসজিদের নির্মাণশৈলী বিষয়ক জ্ঞান ও উচ্চতর গবেষণার কাজে একটি মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরো বলেন, ‘যদিও প্রাথমিকভাবে সম্মেলনের লক্ষ্য শিক্ষার্থী, গবেষক, ঐতিহাসিক, স্থাপত্যবিদ, শিল্পী ও ইসলামী শিল্পকলা ও সংস্কৃতি বিষয়ে গভীর জ্ঞান অন্বেষণে আগ্রহী ব্যক্তি। তবু এই সম্মেলন সাধারণ মানুষের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’ সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ