আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (২৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানায় ডিএমপি।
এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ৭৬২ পিস ইয়াবা, ৮৬ গ্রাম ৫২০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৮৮৫ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৫ বোতল দেশি মদ, ৮ বোতল বিদেশি মদ ও ১৩৯ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা রুজু হয়েছে।
-এএ