বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

অর্ধেক ভাড়ার আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাসে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তার এই অভিযোগ সত্য নয় বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি রুমিন ফারহানাকে প্রমাণ দিতে বলেছেন।

আজ শনিবার জাতীয় সংসদে মহাসড়ক বিল ২০২১-এর ওপর আলোচনাকালে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, অর্ধেক ভাড়ার আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি। বরং ছাত্রলীগ অর্ধেক ভাড়ার দাবিতে বক্তব্য দিয়েছে।

এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা আজ জাতীয় সংসদে বলেন, ‘সড়কের নিরাপত্তার সাথে সাথে হাফ পাসের ভাড়ার একটি দাবি আসছে সাধারণ শিক্ষার্থীদের থেকে, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন হাফ ভাড়া দিয়ে চলতে পারে। এ দাবিতে যখন তারা মাঠে নেমে এসেছে, তখন দেখলাম ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা কীভাবে সে শিক্ষার্থীদের ওপর ঝাপিয়ে পড়েছে।

তিন বছর আগে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, তখন তারা হেলমেট পরে নেমে তাদের (ছাত্রলীগের) চেহারা লুকানোর চেষ্টা করেছে। কিন্তু এবার ছাত্রলীগের কর্মীরা যখন শিক্ষার্থীদের ওপর ঝাপিয়ে পড়েছিল, তখন আর তাদের মাথায় হেলমেট দেখা যায়নি।’

ছাত্রলীগ সম্পর্কে রুমিন ফারহানার এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘হাফ ভাড়ার বিষয়ে যে বক্তব্যটি এসেছে সেখানে ছাত্রলীগ লাঠিপেঠা করেছে—এটা নিতান্তই অসত্য ও মিথ্যা। মাননীয় সংসদ সদস্য, আপনি পত্রপত্রিকা নিশ্চয়ই পড়েন। আপনি ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন ছাত্রলীগ কিন্তু হাফ ভাড়ার দাবিতে বক্তব্য দিয়েছে, তারা সমাবেশ করেছে।

কাজেই ছাত্রলীগ দলগতভাবে এ হাফ ভাড়ার সমাবেশ বা মানববন্ধনে হামলা চালাবে এটা সত্য নয়। ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা হয়তো করতে পারে। আপনি কি আমাকে স্পেসিকলি (নির্দিষ্ট করে) বলতে পারবেন ছাত্রলীগের এরা এরা জড়িত ছিল? হামলা চালিয়েছে এ কথাটা মোটেও সত্য নয়। ছাত্রলীগ যদি এটাই করত, তাহলে কেন হাফ ভাড়ার দাবির সমর্থন করেছে? যিনি হামলার কথা বলেছেন, তাঁকে (রুমিন ফারহান) বলব তারা যে ছাত্রলীগ, তা প্রমাণ করুন।’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিআরটিসির বাসে হাফ ভাড়া চালু করা হয়েছে। এটা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এটা সারা দেশেই বিআরটিসির বাসের জন্য চালু হবে। বেসরকারি যে গণপরিবহণ রয়েছে, তাদের ওপর আমরা জোর করে চাপাতে পারি না। তারা তো সরকারের অধীনে না। সরকারের সঙ্গে হয়তো কাজ করে। বেসরকারি গণপরিবহণের বিষয়ে সিদ্ধান্ত তাদের নেওয়া দরকার। সামাজিক দায়বদ্ধতা ও জনস্বার্থ বিবেচনায় তাদের অনুরোধ করা দরকার।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ