আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শুরার অধিবেশনে সংগঠনের আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজি আজ উপরোক্ত মন্তব্য করেন।
মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এর সঞ্চালনায় নেতৃবৃন্দ বলেন, অতীতেও অনেক কারাবন্দী নেতার বিদেশে চিকিৎসা নেওয়ার নজীর আছে, মানুষের বিবেক সবচেয়ে বড় আদালত, সারাদেশের আপামর জনগণ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর মানবিক উদ্যোগ কে স্বাগত জানাবে।
পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামের এই অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সংগঠন এর সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, প্রিন্সিপাল আবদুর রহমান চৌধুরী,মুফতী মাওলান মোহাম্মদ আলী। যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান মাহমুদী, যুগ্ম মহাসচিব মাওলানা ডা ইলিয়াস খান, সংগঠন সচিব মাওলান আবু তাহের খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী।
উপস্থিত নেতৃবৃন্দ জ্বালানি তেল এর মুল্যবৃদ্ধি ও দব্রমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ অনতিবিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার নাগালে নিয়ে আসার জোর দাবি জানান।
-এটি