বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

মাওলানা নুরুল ইসলামের ইন্তেকালে ইসলামী ঐক্যজোট ও জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশিষ্ট আলেমে দ্বীন, খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসার মুহতামিম, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের সহ-সভাপতি ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা জেহাদী রহ. একজন বরেণ্য আলেম ও শিক্ষাবিদ ছিলেন। তিনি বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ছিলেন। ইসলাম ও মুসলমানদের পক্ষে ও নাস্তিক-মুরতাদ ও কাদিয়ানি বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে দেশ, জাতি একজন প্রখ্যাত আলেমকে হারালো।

আরো পড়ুন- হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর বর্ণাঢ্য জীবন

‌তারা বলেন, বর্ষীয়ান এই আলেমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারবর্গ, আত্মীয়, ছাত্র, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা নুরুল ইসলাম জেহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

আরো পড়ুন- হেফাজত মহাসচিবের জানাজার স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে

আজ সোমবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় শোক জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মাওলানা নুরুল হক বট্টগ্রামী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল হক কাওছারী ও সহকারী মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস প্রমুখ।

আরো পড়ুন- দাওয়াতুল হকের ইজতেমার ছবি নিয়ে সমালোচনা: যা বললেন মাওলানা মাহফুজুল হক

নেতৃবৃন্দের শোক বার্তায় বলেন, মাওলানা জিহাদি রহ. জীবনের শেষ দিন পর্যন্ত দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। খুব বিচক্ষণতা ও দক্ষতার সাথে আলেম-উলামাদের স্বার্থ রক্ষায় কাজ করে গেছেন। তাঁর ইন্তেকালে জাতি একজন কর্মবীরকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ