আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের সভাপতি আল্লামা নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
তারা বলেন, মরহুম আল্লামা নূরুল ইসলাম জিহাদী দ্বীন ইসলাম তথা খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রখেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলাম ও খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে সক্রীয় ছিলেন। একজন প্রথিতযশা আলেমে দ্বীন হিসেবে দ্বীনী শিক্ষা তথা ইলমে নবুবির বিস্তারেও তার অবদান অবিস্মরনীয় হয়ে থকাবে।
আরো পড়ুন- হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর বর্ণাঢ্য জীবন
তারা আরো বলেন, আল্লামা নুরুল ইসলাম ছিলেন একজন প্রখ্যাত হাদীস বিশারদ ও শায়খুল হাদীস। তিনি রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসাসহ বহু মাদ্রাসার প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেন। তিনি ইলমী ময়দানে যেমন খেদমত করেছেন, তেমনি রাজপথে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জীবন অতিবাহিত করেছেন। তাঁর ইন্তেকালে জাতি বড় মাপের একজন আলেমকে হারালো। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।
শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মরহুম আল্লামা নূরুল ইসলাম জিহাদীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদাউস কামানা করে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এড. বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী।
আজ এক শোক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, লক্ষ লক্ষ আলেমের শিক্ষক জনাব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে সমগ্র জাতি এমন একজন অভিভাবককে হারালেন যে শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। হেফাজত ইসলামের মহাসচিব হিসাবে তিনি তার মোহনীয় ব্যক্তিত্ব ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সীমিত সময়ের মধ্যেই সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ তাকে বেহেশতের সর্বোত্তম স্থানে অধিষ্ঠিত করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দিক। আমিন।
-কেএল