আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের সভাপতি, আল্লামা শাহ আহমদ শফী রহ. এর খলিফা ও শাগরেদ মাওলানা নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তানযিমুল মাদারিস উত্তরবঙ্গ’র সভাপতি ও ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা’র মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী।
সোমবার (২৯ নভেম্বর) তিনি এ শোক প্রকাশ করেন।
মুফতি আরশাদ রাহমানী বলেন, মাওলানা নূরুল ইসলাম জিহাদী রহ. ছিলেন দেশের প্রবীণ আলেমদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে আলেম সমাজের যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি দেশও একজন বিজ্ঞ অভিভাবক হারিয়েছে।
তিনি বলেন, মাওলানা নূরুল ইসলাম জিহাদী রহ. এর মতো দ্বীনি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করেছে এমন আলেম বিরল। তিনি একই সাথে আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের দায়িত্বও আঞ্জাম দিয়েছেন দক্ষতার সাথে। এতোগুলো দায়িত্ব পালনের পড়েও হাদিসের দরসের মসনদও সময় দিতেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা কোনভাবেই পুরণ হবার নয়।
আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ, সহযোদ্ধা, ছাত্র ও মুহিব্বিনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এনটি